Posts

Showing posts from February 13, 2023

ফিলিস্তিনের শহর ও স্থাপত্য।

Image
ফিলিস্তিনের শহর ও স্থাপত্য। সংকলক- জুনায়েদ হোসাইন সেক্রেটারি জেনারেল, বায়তুল মাকদিস ফাউন্ডেশন ------------------------------------------------------------------------ ফিলিস্তিন নাম শুনলেই আমাদের চোখের পর্দায় ভেসে আসে এক যুদ্ধবিদ্ধস্ত জনপদের নাম। যেখান থেকে শুধু বন্দুক ও বোমা বারুদের শব্দই শুনা যায়। তবে একটি শহর তো এভাবে গঠিত হতে পারে না। সে শহরে থাকতে পারে অত্যাধুনিক হোটেল, জাঁকজমক এপার্টম্যান্ট, সবুজে ঘেরা খেলার মাঠ, দামী রেস্টুরেন্ট, বিশ্বের নামী দামী সব ব্র্যান্ডের অথরাইজড শপ নিয়ে অত্যাধুনিক শপিং সেন্টার দ্বারা সুসজ্জিত শহর যে ফিলিস্তিনের মত দেশে থাকতে পারে তা অনেকের কাছেই অকল্পনীয়। ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের দক্ষিণাংশের একটি ভূখণ্ড, যা ভূমধ্যসাগর ও জর্ডান নদীর মাঝে অবস্থিত। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এই তিন মহাদেশের জন্যই একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে ফিলিস্তিন। ভৌগোলিক অবস্থান ও দুটি প্রধান ধর্মের সূতিকাগার হওয়ায় স্বভাবতই ফিলিস্তিন নামক ভূখণ্ডটির রয়েছে ধর্ম, সংস্কৃতি, বাণিজ্য ও রাজনীতির এক দীর্ঘ ও আলোড়ন সৃষ্টিকারী ইতিহাস। আদিকাল থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনের এই সম্পূর্ণ ভূ