Posts

Showing posts from December 9, 2022

সোনাকান্দা জলকেল্লা

Image
'সোনাকান্দা জলকেল্লা' লেখা: মাহফুজা শিমু  মানব সভ্যতা টিকিয়ে রাখার একটি অন্যতম শর্ত, নিরাপদ জীবন ব্যবস্থা। প্রকৃতির বিপরীতমুখী আচরণ কিংবা প্রতিপক্ষের আক্রমণ; নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যেই উৎপত্তি হয় দুর্গ ব্যবস্থার। প্রাচীনকাল থেকেই বাংলা ছিলো এক সমৃদ্ধশালী অঞ্চল। যার দরুন বহিরাগতের আক্রমণ অতিষ্ঠ করে তুলেছিল এ অঞ্চলের মানুষকে। নদীমাতৃক হওয়ায় জলদস্যুদের অত্যাচার, লুটতরাজ প্রতিনিয়ত বিপর্যস্ত ও ভীতসন্ত্রস্ত করছিল বাংলার জনজীবন। এরই ধারাবাহিকতায় প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বাংলায় যে দুর্গগুলো গড়ে তোলা হয়েছিল, তারমধ্যে অন্যতম একটি দুর্গ হচ্ছে সোনাকান্দা দুর্গ। আমরা যদি এ দুর্গের ইতিহাসের দিকে তাকাই, তবে দেখতে পাই, সপ্তদশ শতাব্দীতে তৎকালীন মুঘল সুবেদার নদীপথে মগ ও পর্তুগিজ আক্রমণ এবং জলদস্যুদের লুন্ঠন থেকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকাকে রক্ষার জন্য প্রকৌশলীদের সাথে পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেন তিনধাপে দুর্গ তৈরির। জলদস্যুদের নৌকা মেঘনা নদী দিয়ে আসবে ধলেশ্বরীতে, এরপর প্রবেশ করবে শীতলক্ষ্যায়। শীতলক্ষ্যা নদীতে নৌকা প্রবেশের পূর্বেই ধলেশ্বরীর মোহনায় কামানের গোলা ছোড়া হবে