Posts

Showing posts from December 17, 2022

আজ বিশ্ব আরবী ভাষা দিবস।

Image
  আজ বিশ্ব আরবী ভাষা দিবস। মেহেদী হাছান  আজ বিশ্ব আরবী ভাষা দিবস। ১৯৭৩ সালে জাতিসংঘের ২৮তম অধিবেশনে এটি জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা লাভ করে। ২০১২ সালে ইউনেস্কোর ১৯০তম অধিবেশনে ১৮ ডিসেম্বরকে বিশ্ব আরবী ভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। বিশ্বের প্রায় ২৮ কোটি মানুষ এ ভাষায় কথা বলে। প্রায় ২৫ কোটি মানুষের দ্বিতীয় ভাষা আরবী।  ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগ প্রত্যেক বছর এ দিবস উদযাপন করে থাকে। এ বছরও ধারাবাহিকতা রক্ষা করে সকল শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে বিশ্ব আরবী ভাষা দিবস।

কয়রায় গুচ্ছগ্রামে স্ব উদ্যোগে সবজি চাষে স্বচ্ছল হচ্ছেন বাসিন্দারা

Image
  কয়রায় গুচ্ছগ্রামে স্ব উদ্যোগে সবজি চাষে স্বচ্ছল হচ্ছেন বাসিন্দারা জি এম রিয়াজুল আকবর  কোন জায়গা জমি নেই। গুচ্ছগ্রামে ঘর ও সামান‌্য জায়গা পে‌য়ে সবজি লাগিয়েছি। ৪ ছেলে মেয়ে লেখাপড়া করে। পানি, চাল, কাঠ, তরকারি, সবকিছু কিনে খেতে হয়। স্বামীর আয়ে ঠিকমত সংসার চলে না। তাই আ‌মি আ‌ঙ্গিনায় সব‌জি চাষ ক‌র‌ছি। এতে আমরা নিজেরা তরকারি খেতে পারছি, আবার কিছুটা বিক্রিও করছি। এখান থে‌কে বছরে ৩ থেকে ৪ হাজার টাকা আয় হয়। যা সংসারের পিছনে খরচ করি। বুধবার সকালে খুলনার কয়রা উপজেলার বাগালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মিনা খাতুন এ কথা বলেন। তার সবজি লাগানো দেখে পাশে মাহফুজা খাতুনও সবজি চাষ করে‌ছেন। মাহফুজা খাতুনও সংসারের চা‌হিদা মি‌টি‌য়ে বাজারে কিছুটা বিক্রি করছেন। এতে বছরে তার তিন থেকে চার হাজার টাকা আয় হচ্ছে বলে জানিয়েছেন মাহফুজা। সরজমিনে গিয়ে দেখা গেছে, বাগালী গুচ্ছগ্রা‌মে ৮০ টি সেমি পাকা ঘর র‌য়ে‌ছে। এক‌টি পুকুর র‌য়ে‌ছে। মাছ চা‌ষের পাশাপা‌শি পুকু‌রের পা‌নি দি‌য়ে উপকার‌ভোগীরা তা‌দের আ‌ঙ্গিনায় বি‌ভিন্ন সব‌জি চাষ কর‌ছেন। সেখানে অর্ধশতাধিক পরিবারের দেখা মেলে। তন্মাধ্যে ১০ থেকে ১২ জন সবজি চাষ করে পা‌রিবা‌